রং এর অর্থ

রং এর অর্থ  | Color meaning in Bangla

আপনি এই মুহূর্তে এই লেখাটি পড়ছেন যেখানে মোবাইলের সাদা ব্যাকগ্রাউন্ড কালো লেখা গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করছে। তাছাড়াও আমরা যখন চারপাশে তাকাচ্ছি তখন নীল আকাশসবুজ গাছ-পালাধূসর মাটিবিভিন্ন রঙের ফুলফল দেখতে পাই। আমাদের চারপাশের জগত বর্ণময়। আমরা রঙ দেখে বিভিন্ন জিনিস মূল্যায়ন করি। যেমন: টমেটো সবুজ হলে তা কাচা কিন্তু যদি লাল হয় তখন আমরা তাকে পাকা হিসেবে মান্য করি।

পোশাকডিজাইনশিল্পবিভিন্ন পণ্যছবি ছাড়াও সব স্থানে রং কে উপলব্ধি করি। তাই রঙের অর্থ জানাও আবশ্যক। আজকে  আপনাদের সাথে  বিভিন্ন অর্থ বা মূল্যায়ন  নিয়ে গল্প করব।

ভাবুন ত: সাধারণত মেয়েরা কেন লাল বা গোলাপি লিপস্টিক ব্যবহার করে?

পুলিশের পোশাক এর রং কেন নীল হয়?

শোক বা মৃত্যুতে কেন আমরা কালো ব্যাজ পড়ি?

ইসলাম ধর্মে পাঞ্জাবি বা কাফনের কাপড় কেন সাদা?

রং এর অর্থ:

আলোর একটি নিদিষ্ট অংশ যা কোন বস্তু থেকে প্রতিফলিত হয়। আপেল এর রং লাল দেখতে পাই কারণ সূর্য থেকে সাত রং বিশিষ্ট আলো আপেলের উপর পড়লে সেখানে লাল আলোর অংশ প্রতিফলিত হয়। যদি সবুজ বা অন্য কোন আলোর অংশ প্রতিফলিত হয়, তাহলে আমরা সেই রং টুকু দেখতে পাই।

রং প্রধানত দুই প্রকার

১। মৌলিক রং:

যে রং ছাড়া অন্য কোন রং তৈরি করা যায় না তাকে মৌলিক রং বলে। যেমন লাল, সবুজ, নীল মৌলিক রঙ হলেও চিত্র শিল্পে বা প্রিন্টারে লাল, হলুদ, নীল মৌলিক রঙ (কিন্তু কেন?) 

২। যৌগিক রঙ:

মৌলিক রঙ মিলে যে নতুন রঙ তৈরি হয় তাকে যৌগিক রঙ বলে। আমাদের চোখ প্রায় ১ কোটি রঙ শনাক্ত করতে পারে। এত রঙের নামকরণ প্রায় অসম্ভব তাই এইসব রঙ প্রকাশ করার জন্য বিভিন্ন রঙ এর মডেল ব্যবহৃত হয়। উদাহরণ: কমলা,বেগুনীইত্যাদি

মজার ব্যাপার ঘটে সাদা আর কালো রঙের জন্য। যখন কোন বস্তুর উপর সব আলোক রশ্মি (বে-নি-আ-স-ক-লা)  প্রতিফলিত হয় তখন আমরা বস্তুটির রং সাদা দেখতে পাই অন্যদিকে যদি সব আলোক রশ্মি প্রতিফলিত না হয় তখন বস্তুটির রং কালো দেখতে পাই । তাহলে দেখা যাচ্ছে আসলে সাদা বা কালো রং বলে কিছু নেই।

এখন আমরা জানব কালার সাইকোলজি ও পারসোনালিটি নিয়ে। আলোচনা যাওয়ার আগে মনে রাখবেন কালার সাইকোলজি বিষয় গুলো স্থানসংস্কৃতির উপর নির্ভর করে। আর কালার পারসোনালিটি প্রচলিত ধারণাতবুও অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে এই ব্যাপারগুলো কাজ করে।

নীল

প্রবাদে আছে আভিজাত্যের রং নীল”। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় রং হচ্ছে নীল। ২৯% নারী এবং ৪২% পুরুষের নীল রং প্রিয়। হিন্দু ধর্মে নীলকে শ্রীকৃষ্ণের রং বিবেচনা করা হয়।

নীল রং অর্থ
নীল রং অর্থ

আকাশসমুদ্র,পদ্ম এই সব কিছুর রং নীল। আর এই জিনিস গুলো আমাদের মনকে শান্তস্থিতিশীলপরিচ্ছন্ন করে। নিরাপত্তারক্ষণশীলতাপরিচ্ছন্নতাআদেশ নীল রং মাধ্যমে প্রকাশ পায়। তার জন্য বিভিন্ন দেশে পুলিশ বা শান্তি রক্ষীবাহিনীর পোশাকের রং নীল। বাংলাদেশেও পুলিশের পোশাকের রং নীল । তাছাড়াও নীল দ্বারা সম্প্রীতিস্থিতিশীলতাসম্প্রীতিএকতাবিশ্বাসসত্যআস্থা বুঝায়। নীল রঙের এইসব বৈশিষ্টের জন্য বিশ্বের প্রায় ৫৩% দেশের পতাকায় এই রং রয়েছে।

নীল রং অর্থ
নীল রং অর্থ

শান্ত প্রকৃতির মানুষের প্রিয় রঙ এর তালিকায় নীল থাকে প্রথমে। এই রং পছন্দ কারী মানুষ আত্মবিশ্বাসীসহজে শান্তি ও একাত্মতা খুঁজে নিতে পারে। এইসব মানুষের চিন্তার গভীরতা সমুদ্রের মতো বিশাল।

কিন্তু জার্মানিযুক্তরাষ্ট্রইংল্যান্ডে নীল রঙের অর্থ অবসাদঅসুস্থতাদুঃখের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

লাল:

বিয়ের শাড়িগোলাপ ফুললিপস্টিক এমনকি ভালোবাসা দিবসের উপহারে লাল রং বিদ্যমান কারণ ভালবাসার রং লাল। লাল রং উত্তেজনাপ্রেমউষ্ণতা প্রকাশ করে। ২০০৮ সালে ল্যান্ডমার্ক পরিচালিত এক সমীক্ষায় দেখা যায় একজন নারী নীল ও লাল পোশাক পড়ে পুরুষের সামনে আসলে লাল পোশাক পড়া নারীকে পুরুষেরা বেশি আকর্ষণীয় মনে করে। 

লাল রং অর্থ

লাল রং অর্থ
লাল রং অর্থ


লাল রং আমাদের মধ্যে কিছু শারীরিক প্রতিক্রিয়া তৈরি করে।

  1. রক্তচাপ বৃদ্ধি করে
  2. বিপাক ক্রিয়া ত্বরান্বিত করে
  3. হার্ট রেট বৃদ্ধি করে
  4. শ্বাস প্রশ্বাস বৃদ্ধি করে

আপনি লক্ষ্য করে দেখবেন যখন বিদেশ থেকে কোন রাষ্ট্রীয় অতিথি আসে তাকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা করা হয়। কারণ লাল রং শক্তিক্ষমতা প্রকাশ পায়। লাল রং দৃষ্টি আকর্ষণ করতে পারে সবচেয়ে বেশি। যার জন্য বিভিন্ন পণ্যতে লাল রং ব্যবহার করা হয় যাতে পণ্য বেশি দৃশ্যমান হয় আর বিক্রি বেশি হয়। মূল্য ছাড় কার্ড গুলোতে লাল রং ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন জিনিস আকর্ষণীয় করার জন্য লাল রং ব্যবহার করা হয়। জাপানে লাল রং অর্থ সুখ।

লাল রং অর্থ

লাল রং অর্থ
লাল রং অর্থ

লাল রঙ পছন্দ কারী সাহসী
প্রত্যয়ীআত্মবিশ্বাসী হয়। লাল ভালোবাসা রং  তাই এই রং পছন্দ করী মানুষ সহজে মানুষের দৃষ্টি ও মন আকর্ষণ করতে পারেন।

রক্তের রং লাল। আমরা কম বেশি সবাই রক্ত দেখে ভয় পাই। লাল ট্রাফিক সিগন্যাল ব্যবহৃত যার অর্থ থামুন(বিপদ)। লাল আগ্রাসনসহিংসতাআগুন বুঝায়।রোমানরা যুদ্ধের সময় লাল পতাকা ব্যবহার করেছিল। দক্ষিণ আফ্রিকায় লাল রং  অর্থ শোকমৃত্যু বোঝায়।

সবুজ

ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের পতাকা সবুজ রঙের। মহানবী (সঃ) প্রিয় রং সবুজ। সবুজ রঙের অর্থ শান্তি।

সবুজ রং অর্থ
সবুজ রং অর্থ

সবুজ মানে আমাদের চোখের সামনে ভেসে উঠে সুন্দর সবুজ প্রকৃতি যা আমাদের মনকে শান্ত করে। ট্রাফিকে সবুজ রং ব্যবহার করা হয় যার অর্থ নিরাপদ। তাছাড়া সবুজ উন্নতি ও ক্রমবিকাশ নির্দেশ করে। সবুজ রং স্বাস্থ্যকর অর্থ প্রকাশ করে যার জন্য স্বাস্থ্য সেবা প্রচারে এই রং ব্যবহৃত হয়। সবুজ মানুষের চোখের জন্য আরামদায়ক যার জন্য বাড়ির অভ্যন্তরীণ রঙের জন্য সবুজ রং উপযোগী। টেলিভিশন অনুষ্ঠানের আগে বা পরে অতিথিদের জন্য গ্রিন রুম আরাম করতে দেওয়া হয়। এই রং আমাদের ভয়টেনশনডিপ্রেশন কমাতে সাহায্য করে।তাছাড়া নীল সৌভাগ্যপুনরায় আবির্ভাবউর্বরতাসেবাতারুণ্য অর্থ প্রকাশ করে।

সবুজ রং অর্থ
সবুজ রং অর্থ

সবুজের এইসব বৈশিষ্ট্য এর জন্য এই রং পছন্দ কারী প্রকৃতি প্রেমী হয়। সবুজ রং পছন্দ কারী অর্থ ও নিরাপত্তা নিয়ে অনেক সচেতন এবং সামাজিক ভাবে সব সময় নিজেকে সফল দেখতে চান।

কিন্তু গাড় সবুজ কুসংস্কার ,ধীরগতিমনমরা প্রকাশ করে।

বেগুনী

বেগুনী একটি যৌগিক রং। যা লাল ও নীলের সমন্বয়ে তৈরি হয়।যার জন্য এই রং লালের উদ্দীপনা ও নীলের শান্ত ভাব প্রকাশ পায়।

এই রং মর্যাদাআভিজাত্যরাজকীয় সম্মানের প্রতীক। বেগুনী রং প্রকৃতিতে খুব কম দেখা যায়। যার জন্য এই রং সংগ্রহ করা খুবই ব্যয়বহুল। যার জন্য এই রঙের তৈরি পোশাক খুব ব্যয়বহুল হয়। মহান আলেকজান্ডার ও প্রাচীন মিশরের রাজার পোশাকের রং ছিল বেগুনী। এই রং মার্কিন সৈন্যদের সাহসিকতার পুরষ্কার হিসেবে ধরা হয়। শিশুদের কার্টুনে এই রং ব্যবহার লক্ষ্য করা যায়। বেগুনী রং আধ্যাত্মিকতাজ্ঞানকোমলতামহত্ববোধরহস্যময়সমৃদ্ধি অর্থ প্রকাশ করে।

বেগুনি রং অর্থ
বেগুনি রং অর্থ

বেগুনী রং পছন্দ কারী স্বপ্নের দুনিয়ায় থাকেন, তার ভবিষ্যৎ বাণী ক্ষমতা প্রখর হয়, নিজের মত চলতে ভালোবাসেন।  

কিন্তু এই রং অনেক দেশে শোক বা মৃত্যু বুঝায়। তাছাড়া এই রং অহংকারনিষ্ঠুরতা অর্থও প্রকাশ করে। বিশ্বের মাত্র দুইটি দেশের পতাকায় এই রং ব্যবহার করা হয়েছে।

হলুদ

ট্রাফিকে যখন হলুদ দেখায় আমাদের অপেক্ষা করতে হয়। সেখানে হলুদ রং দ্বারা সাবধানতা বুঝায়। চিনে হলুদকে মহৎ এর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মজার একটি তথ্য হলো হলুদ  রং করা রুমে শিশুরা বেশি কন্না করে। এই রং রৌদ্রজ্জ্বলকর্মশক্তিইতিবাচকআশাবাদী অর্থ প্রকাশ করে।কোন পিডিফ বই হলুদ রঙের সাহায্যে হাইলাইট করে থাকি কারণ হলুদ রং সহজে দৃষ্টি কাড়ে। একই কারণে স্কুল বাসে হলুদ রং ব্যবহার করা হয় কিন্তু লাল রং ব্যবহার করা যেত কিন্তু হলুদ কেনকারণ হলুদ রঙের পেরিফেরাল ভিশন লাল রঙের থেকে ১.২৪ গুণ বেশি। যার জন্য বাস সোজাসুজি না থাকলে চোখে পড়ে। তাছাড়া হলুদ রং অন্ধকারে লাল রং থেকে বেশি চোখে পড়ে। ইমোজি রং লক্ষ্য করেছেন, হলুদ কিন্তু কেন? হলুদ রং আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণ করে যাতে মন মুহূর্তে ভাল হয়ে যায়। হলুদ রং খাবার হজমে সাহায্য করে যার জন্য খাবারের দোকান গুলোতে এই রং ব্যবহার লক্ষ্য করা যায়।

হলুদ রং অর্থ
হলুদ রং অর্থ

আদর্শবাদী ও আশাবাদী মানুষের পছন্দের রং হলুদ। এই রং পছন্দ কারী ব্যক্তির জীবনে বড় বড় লক্ষ্য থাকে। চারপাশের মানুষদের নিয়ে আনন্দ আর মজা করতে পছন্দ করে। তারা নিজের পরিবারে প্রতি যত্নশীল ও স্বাধীনতা প্রিয় হয়। কিন্তু এই রং পছন্দ কারী  ব্যক্তি খরুচে হয়। অল্পতে চিন্তা করেন সবকিছু নিয়ে।

হলুদ রং খুব কম মানুষের পছন্দনীয়। হলুদ বৈরাগের রঙ বিবেচনা করা হয়। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্ট কাল্পনিক চরিত্র হিমুর পোশাকের রং ছিল হলুদ। হলুদের দিকে এক দৃষ্টে চেয়ে থাকলে একটা বিরক্তিকর ভাব আসে। এই রং বিশ্বাসঘাতকতাপ্রতারণা প্রকাশ পায়। যার জন্য বলা হয় "ইয়োলো জার্নালিজুম"। অসততাভীরুতালোভপ্রতারণা অর্থ প্রকাশ পায়।

গোলাপি

গোলাপি রং দ্বারা মেয়েদের রং বুঝানো হয়। মেয়েদের পোশাকে এই রং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। গোলাপি রং দ্বারাও  লাল রঙের মত ভালবাসা বুঝায় কিন্তু তা কোমলনরম। এই রং রোমান্সবুঝাপড়া (understanding),যত্ন(caring) বুঝায়। গোলাপি রং শান্তস্বচ্ছন্দ বুঝানো হয়।  ছোটদের মিষ্টি ছেলেবেলা এই রং দ্বারা প্রকাশ পায়। বেগুনী রং দ্বারা আশাভালোনিরপরাধী বুঝায়। এই রং সাহায্যে কোন কিছু বিপদজনক নয় তা বুঝায়। বর্তমানে ছেলেরা আধুনিক ফ্যাশন হিসেবে এই রং এর শার্ট ব্যবহার করে।

গোলাপি রং অর্থ
গোলাপি রং অর্থ
গোলাপি রং পছন্দ কারী রোম্যান্টিককামুক (sensual), সংবেদনশীল হয়। ভালোবাসাকে আদর্শ দৃষ্টিতে দেখে। অপরিচিত ব্যক্তির সাথে খুব সহজে মিশতে ও কথা বলতে পারে। অপটিমিসটিক বা পজিটিভ মানসিকতা থাকে এই রং পছন্দ কারী দের। কিন্তু এই রং পছন্দ কারীরা মেয়েলি টাইপ হয়। বাস্তবিক ও বিশ্লেষণ ক্ষমতা কম থাকে।

এই রং শারীরিক দুর্বলনিরীহবোকাটে বুঝায়। যার জন্য বিরোধী দলের খেলোয়াড় দের জন্য গোলাপি রং এর  রুম দেয়া হয়। যাতে খেলোয়াড় দের মান সিক ভাবে প্রভাবিত করা যায়।

সাদা

এই রং নির্দোষপূর্ণতা ও বিশুদ্ধতা বুঝায়। যার জন্য ইসলাম ধর্মে মৃত্যু সময় কাফনের কাপড় সহ সবসময় সাদা রঙের পোশাক পড়তে বলা হয়েছে। প্লেনে সাদা রং ব্যবহার করা হয় যাতে করে উড়ে চলার সময় সূর্যের আলো প্রতিফলিত হয় যাতে করে প্লেনের ভিতরে ঠাণ্ডা রাখে। হোটেলে সাদা রঙের চাদরবালিশ কভার ব্যবহার করা হয় কারণ সাদা রঙে এই মাত্র পরিষ্কার করা হয়েছে এমন অনুভতি হয়। সাদা রং প্রতিফলিত হয়ে রুমকে আর বড় ও উজ্জ্বল দেখায়। পশ্চিমা সংস্কৃতিতে বিয়ের পোশাকের রং সাদা। 

সাদা রং অর্থ
সাদা রং অর্থ
তাছাড়া সাদা পরিতৃপ্তিজন্মসরলতাপরিচ্ছন্নতাশান্তিনম্রতানির্ভুলতানির্দোষশীতকালীনবরফ বুঝায়। এই সব বৈশিষ্ট্য জন্য সাদা ডাক্তারস্কুলের পোশাকে এই রং ব্যবহার করা হয়।

সাদা রং পছন্দ কারী খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সহজ সাধারণ জীবন যাপন পছন্দ করে। মনে যা আছে সহজভাবে বলতে পছন্দ করে।  অন্যের কাছে নিজেকে সহজসরলসৎ হিসেবে তুলে ধরার  চেষ্টা করে যদিও উপস্থাপনা এবং বাস্তবের মধ্যে সব সময় মিল নাও থাকতে পারে।

কালো

কালো রং দ্বারা সম্পদবুদ্ধিক্ষমতা বুঝায়। বিভিন্ন দস্যুরা কালো রঙের পতাকা ব্যবহার করে শক্তিক্ষমতা বুঝানোর জন্য। মার্জিতপরিশীলিতপ্রথাগতমর্যাদাপূর্ণকর্তৃত্ব বুঝায় এই রং দ্বারা। এসব কারণে ব্যবসায়িক পোশাকে কালো রং বেশ উপযোগী। কালো রহস্যেরআনুষ্ঠানিকতাআবেগসম্পদ বুঝায়।

কালো রং অর্থ
কালো রং অর্থ

কালো রং পছন্দ-কারী গম্ভীর প্রকৃতির হয়। আত্মনির্ভরশীল মানুষ, অন্যের সাহায্য নিতে পছন্দ করে না। খুব সহজে মানুষের সাথে মিশতে পারে না। অন্যের কাছ থেকে সব সময় নিজেকে দূরে রাখে। সবকিছুতে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে চান তারা। নিজেকে সব সময় শক্তিশালীক্ষমতাবানযোগ্য মনে করেন।

ব্যাক লিস্টব্যাক মার্কেটআমাবস্যা যা নেতিবাচক বা খারাপ অর্থ প্রকাশ পায়। আর প্রতিটিতে কালো বিদ্যমান। কালো রং মৃত্যু বুঝায়। শোক সভায় সবাই কালো ব্যাচ পড়ে শোক প্রকাশ করার জন্য। কালো রং মন্দঅসুখবিষণ্ণতাভয়বিচ্ছিন্নতা বুঝায়।

কালো রং অর্থ
রং আমাদের চারপাশে সব জায়গায়। আজ থেকে রং দেখে তার অর্থ নিয়ে ও চিন্তা করবেন।